ভাই গাইডলাইন দেন…

ভাই গাইডলাইন দেন।
– কিসের গাইডলাইন?

মানে এই ধরেন প্রোগ্রামিং কিভাবে শিখবো…
– এত ভালো গাইডলাইন দিতে পারলে তো পাঞ্জেরী টাইপ একটা গাইডবই ই লিখে ফেলতাম ????

তাও ভাই বলেন কিভাবে শুরু করবো।
– কি জানতে চাও?

ধরেন, প্রোগ্রামিং শুরু করার জন্যে কোন ল্যাঙ্গুয়েজ ভালো হবে?
– পাইথন।

তারপর?
– তারপর কী?

মানে ল্যাঙ্গুয়েজ আর কি শিখবো?
– Java বা C++ (সাথে ইংরেজী ????)

এর পরে?
– প্রবলেম সলভ। আর সেজন্যে ডাটা স্ট্রাকচার আর অ্যালগরিদম ও সাথে সাথে শিখতে হবে।

আরকিছু শিখবো?
– গাছ থেকে আম পাড়া শিখতে পারো, তার সাথে OOP ও একটু শিখে নিও।

এটা কি জিনিস?
– আম পাড়া, নাকি OOP?

মানে OOP।
– গুগল ইট। ????

তো OOP শেখার জন্যে কোন বই ভালো হবে?
– Head first java

আর, কনটেস্টের জন্যে কোন ল্যাঙ্গুয়েজ ভালো হবে?
– তুমি যেইটায় কোড লিখে স্বাচ্ছন্দ্য বোধ কর। I personally prefer C++ but will use Python if it’s allowed.

আর কোনও টিপস…

বাকিটা পরে আরেকদিন লিখব….

এখন সবাই আপাতত বুলবুল সাহেবের হাত থেকে সাবধানে থাকো।